ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুরের মূর্ছনায় ভাসিয়েছে যেসব গান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ২৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:২৯, ২৯ ডিসেম্বর ২০২৫
সুরের মূর্ছনায় ভাসিয়েছে যেসব গান

ছবির কোলাজ

প্রতিবছরই দেশে অসংখ্য গান মুক্তি পায়। ঠিক কতগুলো গান আসে—তার নির্দিষ্ট হিসাব রাখা কঠিন। তবে সুর, কথা আর আবেগে যেসব গান শ্রোতাকে সত্যিই ভাসিয়ে নিয়ে যায়, সেগুলো আলাদা করে চিনে নিতে কষ্ট হয় না। ২০২৫ সালও তার ব্যতিক্রম নয়। সিনেমা, নাটক, ওয়েব সিরিজ থেকে শুরু করে একক ও দ্বৈত গান, অনলাইন সংগীতানুষ্ঠান—সব মিলিয়ে বছরজুড়েই ছিল রকমারি সুরের আনাগোনা।

চলচ্চিত্রের গানে বৈচিত্র্যের ছোঁয়া
গত কয়েক বছর ধরে দেশীয় সিনেমার গানে বৈচিত্র্যের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে। ২০২৫ সালে আলোড়ন তোলা গানের তালিকায় শীর্ষে রয়েছে ‘তাণ্ডব’ সিনেমার ‘লিচুরও বাগানে’। লোকজ ঘেঁটু গানের আধুনিক ফিউশনে প্রীতম হাসান যে পরীক্ষাধর্মী সাহস দেখিয়েছেন, তা শ্রোতাদের দারুণভাবে আকৃষ্ট করেছে। জেফার রহমান, মঙ্গল মিয়া ও আলেয়া বেগমের কণ্ঠ সেই গানকে এনে দিয়েছে আলাদা মাত্রা।

আরো পড়ুন:

পুরোনো দিনের স্মৃতিকে নতুন রূপে ফিরিয়ে এনেছে ‘ইনসাফ’ সিনেমার ‘আকাশেতে লক্ষ তারা ২.০’। এই গানের মাধ্যমে দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরে আলোচনায় আসেন মিলা ইসলাম। একইভাবে প্রীতম হাসানের সুর ও সংগীতায়োজনে ‘বরবাদ’ সিনেমার ‘চাঁদ মামা’ গানটিও বেশ প্রশংসা কুড়িয়েছে; যেখানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন অদিতি রহমান দোলা। 

২০২৫ সালে সিনেমার গানে আরেকটি উল্লেখযোগ্য সংযোজন ইমরান ও কনার গাওয়া ‘জ্বিন-৩’ সিনেমার ‘কন্যা’। পাশাপাশি এই জুটির ‘বন্ধুগো শোন’ গানটিও শ্রোতাদের ভালোবাসা পেয়েছে। ‘জংলি’ সিনেমার গানগুলো তুমুল আলোড়ন না তুললেও মনোযোগ কেড়েছে আলাদা করে। প্রিন্স মাহমুদের লেখা ও সুরে তৈরি একাধিক গান সিনেমার গল্পের আবহ তৈরি করেছে। মাহতিম সাকিবের ‘মায়া পাখি’, হাবিব ওয়াহিদের ‘যদি আলো আসতো’, তাহসান খান ও আতিয়া আনিসার ‘জনম জনম’—এই গানগুলো অনেক শ্রোতার প্লে-লিস্টে জায়গা করে নিয়েছে।

নাটক-ওয়েব সিরিজের গান
গত বছরের তুলনায় ২০২৫ সালে নাটক ও ওয়েব সিরিজের সংখ্যা কম হলেও গান ছিল উল্লেখযোগ্য। বালাম-ন্যানসির ‘মায়া মায়া লাগে’, হাবিব-ন্যানসির ‘আমার দিনগুলো সব হারিয়ে যায় আঁধারে’, কনা-আকাশ সেনের ‘প্রেমের নদী’, ইমরান-কনার ‘আমি শুধু তোমার হবো’, সজীবের ‘দহন’, পড়শী-আভরাল সাহিরের ‘হৃদয়ের এক কোণে’, আরফিন রুমি-পড়শির ‘ঘুম হয়ে যা’—এই গানগুলো নাট্যপ্রেমী দর্শকদের মন ছুঁয়ে গেছে।

অনলাইন সংগীতানুষ্ঠানে ফিউশনের জয়
চলতি বছরে অনলাইন সংগীতানুষ্ঠানগুলোতে ফিউশন গানের আধিক্য ছিল চোখে পড়ার মতো। মৌলিক গানের পাশাপাশি পুরোনো ও লোকজ গানের নতুন সংগীতায়োজন দর্শক-শ্রোতারা ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন। বিশেষ করে কোক স্টুডিও বাংলায় রুনা লায়লার ‘মাস্‌ত কালান্দার’, হাবিব ও মেহেরনিগরি রুস্তমের ‘মহাজাদু’, তানযীর তুহীনদের ‘ক্যাফে’ গানগুলো ব্যাপক সাড়া ফেলেছে। তাছাড়া ‘আরটিভি ফোক স্টেশন’-এ কনার ‘বাউলা কে বানাইলো রে’, অরূপ-নয়নের ‘আলগা করো গো খোপার বাঁধন’, আর ‘লাইভ গান সেশন’-এ ঐশীর ‘কালা রে’ গানগুলোও সংগীতপ্রেমীদের মনে দাগ কেটেছে।

ইউটিউব ও একক গানের জোয়ার
২০২৫ সালে শিল্পী ও ব্যান্ডগুলো নিজস্ব ইউটিউব চ্যানেলেও ছিল দারুণ সক্রিয়। কোনাল-নিলয়ের ‘ময়না’, ইশান মজুমদারদের ‘গুলবাহার’, ইমরান মাহমুদুলের ‘পারবো না তোমাকে ছাড়তে’, সাইফ জোহানের ‘কিছু মানুষ মরে যায় পঁচিশে’, সানজিদা রিমির ‘তুই আমার আলতা চুড়ি না’—এই গানগুলো শ্রোতাদের মধ্যে আলাদা করে জায়গা করে নিয়েছে।

এর বাইরে হাবিব ওয়াহিদের ‘পাগল হাওয়া’, লুইপার ‘চুড়ি ছাম ছাম’, শিরোনামহীন ব্যান্ডের ‘এই অবেলায়-২’, বে অব বেঙ্গলের ‘গন্ধ খুঁজে পাই’, রাফার ‘জোছনামাখা গন্ধ’, অর্ণবের অ্যালবাম ‘ভাল্লাগেনা’, বাপ্পা মজুমদারের ‘এই ব্যথা’—সব মিলিয়ে বছরজুড়েই সংগীতপ্রেমীরা পেয়েছেন বৈচিত্র্যময় সুরের সম্ভার। 

সব মিলিয়ে বলা যায়, ২০২৫ সাল সংগীতপ্রেমীদের জন্য ছিল সমৃদ্ধ ও রঙিন। জনপ্রিয়তার বিচারে যেমন ছিল আলোড়ন তোলা গান, তেমনি ছিল নিরীক্ষাধর্মী কাজ ও আবেগী সুরের ছোঁয়া। প্রত্যাশা, পরীক্ষা আর স্মৃতির মিশেলে বছরটি সংগীতভুবনের বাসিন্দারা শ্রোতাদের উপহার দিয়েছেন ভরপুর আয়োজনেই।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়