ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:১৪, ২৯ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে বাসচাপায় পুলিশ সদস্য নিহত

হাসপাতালে পুলিশ সদস্য রবিউলের পরিবারের আহাজারি

গোপালগঞ্জের মুকসুদপুরে বাসচাপায় মোটারসাইকেল আরোহী রবিউল ইসলাম নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ভাঙ্গারপোল এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনার শিকার হন তিনি।

মারা যাওয়া রবিউল মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের বজলার রহমান মোল্লার ছেলে। তিনি নড়াইল সদর থানায় পুলিশ কনেস্টেবল হিসাবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন:

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সরকারি কাজে মোটরসাইকেলে করে নড়াইল সদর থানা থেকে মুকসুদপুর থানায় যাচ্ছিলেন রবিউল। ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গারপোল এলাকায় বনফুল পরিবহনের একটি বাস তাকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়।

স্থানীয়রা গুরুতর অবস্থায় রবিউলকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

ঢাকা/বাদল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়