ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাঁস চুরি নিয়ে সংঘর্ষে আহত ৩০ 

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ২৯ ডিসেম্বর ২০২৫  
হাঁস চুরি নিয়ে সংঘর্ষে আহত ৩০ 

হবিগঞ্জের লাখাইয়ে খামার থেকে হাঁস চুরি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে লাখাই উপজেলার মোড়াকরি গ্রামে এ সংঘর্ষ হয়। 

স্থানীয়রা জানিয়েছেন, সম্প্রতি মোড়াকরি গ্রামের আলকাছ মিয়ার খামার থেকে হাঁস চুরি হয়েছে বলে দাবি করেন খামারের মালিক। এ ঘটনায় তিনি প্রতিবেশী আফজাল আলিকে সন্দেহ করলে তাদের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি মীমাংসার জন্য শনিবার (২৭ ডিসেম্বর) স্থানীয়দের উপস্থিতিতে একটি সালিশ বৈঠক হয়। তখন তাদের মধ্যে কথাকাটাকাটি ও হাতাহাতি ঘটে। এতে সালিশ পণ্ড হয়ে যায়।

এর জের ধরে রবিবার বিকেলে পুনরায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের প্রায় ৩০ জন আহত হন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। 

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানিয়েছেন, একটি খামার থেকে হাঁস চুরি নিয়ে সংঘর্ষ ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/মামুন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়