রংপুরের বোলিং তোপে একশ রান পেরুতেই অলআউট চট্টগ্রাম
জয় দিয়ে বিপিএলের এবারের আসর শুরু করা চট্টগ্রাম রয়্যালসের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংটা সুবিধাজনক হলো না। আজ সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নামে তারা। কিন্তু ফাহিম আশরাফ ও মোস্তাফিজুর রহমানদের বোলিং তোপে ১৭.৫ ওভারে ১০২ রানেই অলআউট হয়ে যায়।
বল হাতে ফাহিম ৩.৫ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫টি উইকেট নেন। বিপিএলে এটা তার দ্বিতীয় ফাইফার। মোস্তাফিজুর রহমান ৩ ওভারে ১৯ রানে নেন ২টি উইকেট। ১টি করে উইকেট নেন নাহিদ রানা, আলিস আল ইসলাম ও সুফিয়ান মুকিম।
তার আগে ব্যাট করতে নেমে ৩ রানেই অ্যাডাম রসিংটনের উইকেট হারায় চট্টগ্রাম। এরপর শুরুটা অবশ্য দারুণ করেছিলেন নাঈম শেখ। মাত্র ২০ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৩৯ রান করে তিনি আউট হলে উইকেট মিছিল শুরু হয়। পাওয়ার প্লেতে ৫১ রান তোলা চট্টগ্রাম অলআউট হয় ১০২ রানে! নাঈম ছাড়া আগের ম্যাচে ব্যাটে ভালো করা মির্জা বেগ ২ চারে করেন ২০ রান। আর আবু হায়দার রনি করেন ১৩ রান। বাকিদের কেউ ছুঁতে পারেনি দুই অঙ্কের কোটা। তাতে অল্পরানেই গুটিয়ে যায় বিসিবির মালিকানাধীন এই ফ্র্যাঞ্চাইজিটি।
ঢাকা/আমিনুল