ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুবির প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ৪টি ইউনিটের ফল প্রকাশ

খুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৯, ২৯ ডিসেম্বর ২০২৫  
খুবির প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ৪টি ইউনিটের ফল প্রকাশ

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ৪টি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করা হয়।

পরীক্ষার্থীরা http://apply.ku.ac.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ প্রোফাইলে লগইন করে ফলাফল জানতে পারবেন।

আরো পড়ুন:

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের আগামী ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি ২০২৬ পর্যন্ত অনলাইনে ডিসিপ্লিনের পছন্দক্রম (Choice Filling) পূরণ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ভর্তি কার্যক্রমের জন্য অযোগ্য বলে বিবেচনা করা হবে।

ডিসিপ্লিন ভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে আগামী ৮ জানুয়ারি ২০২৬। এরপর ১২ ও ১৩ জানুয়ারি ২০২৬ সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মেধা তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।

এদিকে ফলাফল প্রকাশ উপলক্ষে সোমবার (২৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম-এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ৪টি ইউনিটের প্রধানরা নিজ নিজ ইউনিটের ফলাফল উপস্থাপন করেন। চূড়ান্ত পর্যবেক্ষণ ও অনুমোদনের পর আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, বিভিন্ন স্কুলের ডিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রারসহ ভর্তি কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল) ও ‘ডি’ ইউনিট (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) এর ভর্তি পরীক্ষা এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ইউনিট (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ও ‘বি’ ইউনিট (জীববিজ্ঞান স্কুল) এর ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

ঢাকা/হাসিবুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়