ঢাকা     শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবির ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯০ শতাংশ

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩২, ২৭ ডিসেম্বর ২০২৫  
জবির ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতি ৯০ শতাংশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের বিবিএ প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯০ দশমিক ০৬ শতাংশ।

শনিবার (২৭ ডিসেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ, ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা গভ. মুসলিম হাই স্কুল ও বাংলাবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মোট ৪ টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

এ বছর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিজনেস স্টাডিজ অনুষদের ৫২০টি আসনের বিপরীতে মোট ২০ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে ১৮ হাজার ৬৩০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বলেন, “আমরা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। পরীক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক এবং কেন্দ্রগুলোতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

ভর্তি পরীক্ষা চলাকালীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ রেজাউল করিম, পিএইচডি জবি কেন্দ্রের বিভিন্ন হল পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পরীক্ষার্থীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ রইছ উদ্‌দীন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শেখ মোঃ গিয়াস উদ্দিন, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম, গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. ইমরানুল হকসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

ঢাকা/লিমন/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়