ঢাকা     শনিবার   ২৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাটগ্রাম সীমান্তে দেশীয় অস্ত্রসহ শিবিরের বহিষ্কৃত নেতা আটক

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ২৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২০:৩৮, ২৭ ডিসেম্বর ২০২৫
পাটগ্রাম সীমান্তে দেশীয় অস্ত্রসহ শিবিরের বহিষ্কৃত নেতা আটক

আতিক হাসান। ফাইল ফটো

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে দেশীয় অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে বিজিবি তার বিরুদ্ধে মামলা দায়ের করে পাটগ্রাম থানায় সোপর্দ করেছে।

এর আগে, ভোরে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ পঁয়ষট্টিবাড়ি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আতিক হাসান পাটগ্রামের সীমান্তপাড়া এলাকার মো. বজলার রহমানের ছেলে ও পাটগ্রাম থানা পশ্চিম শাখা ছাত্রশিবিরের বহিষ্কৃত সভাপতি।

বিজিবি জানায়, সীমান্ত মেইন পিলার-৮৪৬ এর কাছে বাংলাদেশের অভ্যন্তরে আউলিয়ার হাট নামক স্থানে সন্দেহভাজন কয়েকজনকে দেখে অভিযান চালায় বিজিবি। এ সময় আতিক হাসানকে আটক করা গেলেও তার সঙ্গে থাকা দুইজন পালিয়ে যান। আতিকের কাছ থেকে ২ ফুট ৪ ইঞ্চি দৈর্ঘ্যের একটি দেশীয় ধারালো ছুরি এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পাটগ্রাম থানার ওসি নাজমুল হক বলেন, ‘‘আতিক হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়েছে। তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।’’

আতিকের বিষয়ে পাটগ্রাম পৌর শাখা জামায়েতের আমির সোহেল রানা বলেন, “আতিক হাসান একসময় ছাত্রশিবিরের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ২০২২ সালে তাকে পাটগ্রাম পশ্চিম শাখা ছাত্রশিবিরের সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। বর্তমানে সংগঠনের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।”

ঢাকা/নিয়াজ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়