নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তা জোরদার
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন- এমন খবরে কার্যালয় ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মূল ফটক বন্ধ করে রাখা হয়। এ সময় কার্যালয়ের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। প্রবেশপথে বাড়ানো হয়েছে নজরদারি, তল্লাশি করা হচ্ছে আগতদের।
দলীয় সূত্রে জানা গেছে, সীমিত পরিসরে বিএনপির সিনিয়র নেতারা একে একে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করছেন। সাধারণ নেতাকর্মীদের প্রবেশ আপাতত বন্ধ রাখা হয়েছে।
কার্যালয়ের সামনে র্যাবের একটি ডগ স্কোয়াড টিম অবস্থান নিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকাজুড়ে সুইপিং কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
নয়াপল্টন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও সতর্ক নজরদারি অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আগাম নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
তারেক রহমানের কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়াকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতূহল দেখা গেছে। যদিও তার সফরের উদ্দেশ্য ও সময়সূচি সম্পর্কে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ঢাকা/আলী/ফিরোজ