ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় মনোনয়নপত্র জমা শুরু 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ২৯ ডিসেম্বর ২০২৫  
খুলনায় মনোনয়নপত্র জমা শুরু 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)। শীতের তীব্রতা‌ উপেক্ষা করে সকাল ‌থেকে বি‌ভিন্ন দলের প্রার্থীরা কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে ‌রিটা‌র্নিং অফিসা‌র ও খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে যাচ্ছেন। ইতোমধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পৌনে ১০টার দিকে খুলনা-৫ আস‌নের সংসদ সদস্য প্রার্থী ও জামা‌য়াতে ইসলামীর সে‌ক্রেটারি জেনা‌রেল মিয়া গোলাম প‌রওয়ার তার ম‌নোনয়নপত্র জেলা রিটার্নিং অ‌ফিসার আ স ম জাম‌শেদ খোন্দকা‌রের হ‌তে তু‌লে দেন।

এর পর ম‌নোনয়নপত্র জমা দেন খুলনা-৬ আস‌নের প্রার্থী বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর কেন্দ্রীয় কর্মপ‌রিষদ ও খুলনা অঞ্চলের সহকারী প‌রিচালক মাওলানা আবুল কালাম আজাদ। তার প‌রে জমা দেন খুলনা-২ আস‌নের প্রার্থী বাংলা‌দেশ জামায়া‌তে ইসলামীর কেন্দীয় মজ‌লিসে সুরার সদস্য ও খুলনা মহানগর জামায়া‌তের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল।

খুলনা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা ইউনুস আহমদ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

দুপুর ১২টার পর খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু রিটার্নিং অফিসার ও খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুল খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দপ্তরে মনোনয়নপত্র জমা দেন। বিএনপির অন্যান্য প্রার্থী এবং অন্যান্য দলের ও স্বতন্ত্র প্রার্থীরা পর্যায়ক্রমে রিটার্নিং অফিসারের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করবেন জানা গেছে।

সংসদীয় আসন খুলনা-১, খুলনা-২, খুলনা-৪, খুলনা-৫ ও খুলনা-৬ আসনের রিটার্নিং অফিসারের দায়িত্ব আছেন খুলনার জেলা প্রশাসক এবং শুধু খুলনা-৩ আসনের রিটার্নিং অফিসারের দায়িত্ব রয়েছেন খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। এ কারণে খুলনা-৩ আসনের প্রার্থীরা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দপ্তরের তাদের মনোনয়নপত্র জমা দিচ্ছেন। অন্য প্রার্থীরা খুলনা জেলা প্রশাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়