দাঁড়িয়ে থাকা লরিতে আরেক লরির ধাক্কা, নিহত ২
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুমড়ে-মুচড়ে যাওয়া একটি লরি।
কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা লরিতে আরেক লরির ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ছুপুয়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রংপুর জেলার গঙ্গাছড়া থানার তালপট্টি গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাহিন মিয়া (২০) ও চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের ডলবা গ্রামের ধন মিয়ার স্ত্রী মমতাজ বেগম (৭৫)।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, সকালে ঘন কুয়াশার কারণে চট্টগ্রামমুখী একটি লরি সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে আসা আরেকটি লরি ধাক্কা দেয়। এতে পেছনের লরিটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলেই লরির চালক সাহিন মিয়ার মৃত্যু হয়। আহতাবস্থায় সহযোগী (হেলপার) মমতাজ বেগমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, আহতাবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশায় মহাসড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
ঢাকা/রুবেল/রাজীব