‘বাইশে শ্রাবণ’ সিনেমার সিক্যুয়েল আসছে!
ভারতীয় বাংলা সিনেমার গুণী পরিচালক সৃজিত মুখার্জি নির্মিত আলোচিত সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘২২শে শ্রাবণ’। ২০১১ সালে মুক্তি পায় এটি। এ সিনেমার ‘প্রবীর রায়চৌধুরী’ চরিত্রটি ব্যাপক দর্শকপ্রিয়তা লাভ করে।
৯ বছর বিরতি নিয়ে ২০২০ সালে ‘২২শে শ্রাবণ’ সিনেমার সিক্যুয়েল ‘দ্বিতীয় পুরুষ’ মুক্তি পায়। এতে প্রবীর রায়চৌধুরী না থাকলেও তার উপস্থিতি জানান দিয়েছিলেন গল্পকার-পরিচালক। ২০২৩ সালের পূজায় এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘২২শে শ্রাবণ’-এর প্রিক্যুয়েল নির্মাণ করেন পরিচালক। সিনেমাটির নাম রাখা হয়—‘দশম অবতার’। এ সিনেমায় ধরা দেন প্রবীর রায়চৌধুরী। তার পাশে পাওয়া গিয়েছিল সৃজিতের ‘ভিঞ্চি দা’ সিনেমার ‘ইন্সপেক্টর পোদ্দারকে’।
এর মধ্য দিয়ে প্রথমবার ভারতীয় বাংলা সিনেমায় শুরু হয় কপ ইউনিভার্সের যাত্রা। দর্শক যে দারুণ আনন্দে তা গ্রহণ করেছেন, তা সিনেমাটির বক্স অফিস কালেকশন দেখেই বোঝা যায়। তারপর প্রশ্ন উঠে, কবে আসছে এই ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন সৃজিত ও প্রসেনজিৎ।
তবে উত্তরটি ভিন্নি ভঙ্গিতে দিয়েছেন সৃজিত-প্রসেনজিৎ। এ অভিনেতা তার ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, বাড়ির বারান্দায় রাখা আরাম কেদারায় বসে একমনে ফোন ঘাঁটছেন প্রসেনজিৎ। আচমকা সেখানে প্রবেশ করেন সৃজিত। এসেই রীতিমতো ঝড়ের বেগে প্রসেনজিৎকে ‘প্রবীরবাবু’ বলে সম্বোধন করেন সৃজিত। তারপর বলতে থাকেন, “প্রবীরবাবু, ‘দশম অবতার’-এর পরের সিনেমাটা নিয়ে যেটা আমরা বানাব...।” কথা শেষ হওয়ার আগেই সৃজিতকে থামিয়ে দিয়ে প্রসেনজিৎ ধীর গলায় আদেশ করেন—‘বসো।”
প্রসেনজিতের আদেশ মেনে বসে পড়েন সৃজিত। তারপর আমতা আমতা করে সৃজিত বলেন, “কী হলো...।” তারপর প্রসেনজিৎ বলেন, “বাবু নয়, কাকাবাবু!” এ কথা শুনে খানিকটা বিস্মিত সৃজিত কাচুমাচু ভঙ্গিতে মেনে নিয়ে সৃজিত বলেন, “হ্যাঁ, ঠিকই তো।” প্রসেনজিৎ ফের বলে ওঠেন, “এখন ‘বিজয়নগরের হীরে’, ওটার পর আবার প্রবীরে ফিরব। ঠিক হ্যায়?” সঙ্গে সঙ্গে সৃজিত বলেন, “আচ্ছা, জানুয়ারির পর তাহলে যোগাযোগ করব।”
‘২২শে শ্রাবণ’ সিনেমার সিক্যুয়েল আসছে এ নিয়ে কোনো দ্বিধা নেই। তবে কবে নাগাদ দৃশ্যধারণের কাজ শুরু করবেন সে বিষয়টি পরিষ্কারভাবে জানাননি নির্মাতারা।
‘বাইশে শ্রাবণ’ সিনেমায় সৃজিতের মূল সাফল্য দর্শককে সিনেমার শেষ পর্যন্ত একটা থ্রিলিংয়ের মধ্যে আটকে রাখতে পারা। সিনেমাটির মুখ্য চরিত্রে থাকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়, রাইমা সেন, আবীর চট্টোপাধ্যায় কিংবা গৌতম ঘোষ সবাই মুগ্ধতা ছড়িয়েছেন। দেড় কোটি রুপি বাজেটের এ সিনমো বক্স অফিসে আয় করে ৩ কোটি রুপি। কেবল তাই নয়, সব মিলিয়ে ৪১টি পুরস্কার লাভ করে এটি।
ঢাকা/শান্ত