ঢাকা     সোমবার   ২৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বছর শেষে রণবীর ঝড়: বদলে গেছে ক্যারিয়ারের গতিপথ

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১০, ২৯ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:২০, ২৯ ডিসেম্বর ২০২৫
বছর শেষে রণবীর ঝড়: বদলে গেছে ক্যারিয়ারের গতিপথ

‘ধুরন্ধর’ সিনেমায় এমন লুকে ধরা দিয়েছেন রণবীর সিং

গত বছরের শেষ লগ্নে প্রথম সন্তানের বাবা হন রণবীর সিং। স্ত্রী দীপিকা পাড়ুকোনের মতো এ নায়কও কাজ কমিয়ে দেন। গত বছর রণবীরের মাত্র একটি সিনেমা মুক্তি পায়। চলতি বছর বাবা হওয়ার আনন্দেই পার করেছেন। এ আনন্দ উদযাপনের পাশাপাশি একটি সিনেমার কাজও করেছেন। আর সেটি হলো—‘ধুরন্ধর’। বছরের শেষ মুহূর্তে সিনেমাটি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হন রণবীর। বক্স অফিসে হিট তো বটেই, এটি বদলে দিয়েছে তার ক্যারিয়ারের গতিপথ।

“আমি ঝড় হয়ে এসেছি, আমার মনোবলও দুর্দমনীয়”—‘ধুরন্ধর’ সিনেমার ‘ইশক জ্বালাকর’ গানের এই লাইন চলতি বছরে রণবীর সিংয়ের মানসিক অবস্থা নিখুঁতভাবে তুলে ধরেছে। একের পর এক ব্যর্থ সিনেমা, নেতিবাচক রিভিউয়ের পর রণবীরের ক্যারিয়ার নিষ্প্রভ হয়ে পড়েছিল। কঠিন সময় পেরিয়ে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন ঘরানার ‘ধুরন্ধর’ সিনেমার মাধ্যমে রণবীর সিংয়ের শক্তিশালী প্রত্যাবর্তন চমক দিয়েছে। মুক্তির ২৩ দিন পরও বক্স অফিসে দাপট দেখিয়ে আয় করেছে ৬৬৮ কোটি রুপি (নিট)। ‘ধুরন্ধর’ ২০২৫ সালের সর্বোচ্চ আয় করা সিনেমার অন্যতমই নয়, বলিউডের সর্বকালের বড় হিট সিনেমার তালিকাতেও জায়গা করে নিয়েছে এটি। তবে রেকর্ড ভাঙার বাইরেও এই সিনেমা রণবীর সিংকে আবারো একজন প্রকৃত সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

আরো পড়ুন:

ইন্ডাস্ট্রি এক্সপার্ট অক্ষয় রাঠি জুম-কে বলেন, “প্রতিটি অভিনেতার ক্যারিয়ারে এমন একটি মোড় আসে, যা তাকে একেবারে অন্য গতিপথে নিয়ে যায় বা অন্তত নতুন একটি কক্ষপথে প্রবেশের সুযোগ করে দেয়। শাহরুখ খানের ক্ষেত্রে সেটা ছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’। সালমান খানের জন্য ‘হাম আপকে হ্যায় কৌন’। প্রতিটি অভিনেতার জীবনে এমন একটি সিনেমা থাকে, যার পূর্ব পর্যন্ত সিনেমা তাকে বেছে নেয়। তারপর অভিনেতা নিজেই সিনেমা বেছে নেওয়ার ক্ষমতা অর্জন করেন, বাণিজ্যিক চাপ ছাড়াই। আমার মনে হয়, রণবীর সিংয়ের জন্য সেই সিনেমাটি হলো ‘ধুরন্ধর’। আর এর পুরো কৃতিত্ব আদিত্য ধরের, যে এই সুযোগটা তার হাতে তুলে দিয়েছেন।”

আরো উচ্চতর স্টারডমে পৌঁছানোর বিষয়টি এখন রণবীর সিংয়ের উপরে নির্ভর করছে। অক্ষয় মনে করেন, “এখন থেকে রণবীর সিং কোন ধরনের সিনেমা বেছে নেবেন, তা ঠিক করবে তিনি ঠিক কতটা বড় মাপের তারকা হতে পারবেন। সাম্প্রতিক সময়ে রণবীর কাপুরের জন্য টার্নিং পয়েন্ট ছিল ‘অ্যানিমেল’ সিনেমা। এরপর তার কাছে যে ধরনের সিনেমার প্রস্তাব আসছে, সেগুলো অনেক বড় মাপের। একইভাবে, ভিকি কৌশলের জন্য একসময় ছিল ‘উরি’, এরচেয়েও বড় ‘ছাবা’। রণবীর সিং এখন দারুণ কিছু সিদ্ধান্ত নেবেন বলে আশা করা যায়। এমন সিনেমার নেতৃত্ব দেবেন, যা তাকে আরো উচ্চতর স্টারডমে নিয়ে যাবে।”

ট্রেড গুরু ও ফিল্ম ক্রিটিক তরন আদর্শও মনে করেন, ‘ধুরন্ধর’ সিনেমা রণবীর সিংয়ের ক্যারিয়ারের গতিপথ বদলে দিয়েছে। তার মতে—“প্রায়ই তারকাদের শেষ সফলতা বা ব্যর্থতা দিয়েই বিচার করা হয়। এই ক্ষেত্রে এটা শুধু সফলতা নয়, তারচেয়েও অনেক বড় কিছু। ‘ধুরন্ধর’ সব দিক থেকেই একটি ব্লকবাস্টার সিনেমা। এ কারণে সিনেমাটি বক্স অফিস শাসন করছে।”

ব্যাখ্যা করতে গিয়ে রণবীর কাপুরকে টেনে আনেন তরন আদর্শ। এই চলচ্চিত্র সমালোচক বলেন, “রণবীর সিং সবসময়ই একজন তারকা ছিলেন। কিন্তু সমস্যা তৈরি হয় তখনই, যখন আপনি এ ধরনের সিনেমায় নিয়ম করে দিতে পারেন না। যেমন: আমি বললাম, শুক্রবারটা ভালো হোক বা খারাপ—শেষ ফলাফলটাই গুরুত্বপূর্ণ। যদি সেই সংখ্যাগুলো না আসে, তাহলে নির্মাতা ও সমালোচকদের চোখে তার প্রভাব পড়ে। ভালো কিছু দেওয়া খুব জরুরি। একসময় তাকে রণবীর কাপুরের সঙ্গে তুলনা করা হতো। কিন্তু ‘অ্যানিমেল’ উপহার দেওয়ার পর রণবীর কাপুর এগিয়ে যান। এখন ‘ধুরন্ধর’ সেই ‘অ্যানিমেল’-এর রেকর্ড ভাঙার পথে। তাই দু’জন অভিনেতার জন্যই এটি নতুন লড়াইয়ের ময়দান।”

দর্শকপ্রিয় বলিউড সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘ডন’। শাহরুখ খানের পরিবর্তে এ সিনেমার তৃতীয় কিস্তিতে যুক্ত হয়েছেন রণবীর সিং। গত বছর থেকে সিনেমাটি নিয়ে চর্চায় রয়েছেন এই নায়ক। ‘ধুরন্ধর’ সিনেমার সাফল্যের পর গুঞ্জন উড়ছে, সিনেমাটির কাজ ছেড়ে দিয়েছেন রণবীর। যদিও বিষয়টি নিশ্চিত করেননি তিনি। তবে তার ভক্ত-অনুরাগীরা পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রয়েছেন।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়