বুধবারও বন্ধ থাকবে বিপিএল, স্থগিত ম্যাচ হবে ৪ জানুয়ারি
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ বুধবার (৩১ ডিসেম্বর) করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিবি।
বিসিবি জানিয়েছে, আগামীকাল বুধবার সাধারণ ছুটির দিনও বন্ধ থাকবে বিপিএল। আজকের স্থগিত হওয়া ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৪ জানুয়ারি ২০২৬। বুধবারের (৩১ ডিসেম্বর) ম্যাচ কবে হবে সেই সিদ্ধান্ত পরে জানাবে আয়োজকরা।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের আজকের দুটি ম্যাচ স্থগিত করেছে বিসিবি। আগামী তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এছাড়া, তার জানাজার জন্য বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
খালেদা জিয়ার জানাজা বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে।
১লা ও ২রা জানুয়ারি ২০২৬ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে সূচি অনুযায়ী খেলা অনুষ্ঠিত হবে। এছাড়া ৫ জানুয়ারি থেকে পরিবর্তিত খেলার সূচি খুব শিগগিরিই জানাবে বিসিবি।
৪ জানুয়ারি দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালস এবং রাতে খেলবে ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্স। পুরোনো সূচিতেই হবে খেলা। ম্যাচে দর্শকদের নতুন করে টিকিট কাটতে হবে না। আজকের টিকিটেই ৪ জানুয়ারির খেলা উপভোগ করতে পারবেন ক্রিকেট প্রেমিরা।
ঢাকা/ইয়াসিন/জান্নাত