ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জ-৩

বিএনপি প্রার্থী স্বামীর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্ত্রীও

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৮, ৩০ ডিসেম্বর ২০২৫  
বিএনপি প্রার্থী স্বামীর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন স্ত্রীও

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ আসনে স্বামী ও স্ত্রী মনোনয়নপত্র জমা দিয়ে আলোচনায় এসেছেন। যার মধ্যে স্বামী এস এম জিলানী বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। আর তার স্ত্রী রওশন আরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তারা আলাদাভাবে সহকারী রিটার্নিং অফিসার জহিরুল আলমের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরো পড়ুন:

এস এম জিলানী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি। অপরদিকে, তার স্ত্রী রওশন আরা গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভানেত্রী রওশন আরা।

স্বতন্ত্র প্রার্থী রওশন আরা বলেন, “উনি (এস এম জিলানী) তো দলীয়ভাবে মনোনীত, আর আমি স্বতন্ত্র প্রার্থী। দুইটা তো আলাদা। প্রার্থী হওয়ার অধিকার তো সবারই আছে। সময়ই বলে দেবে, আমি উনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করব কি না।’’

এ বিষয়ে ধানের শীষের প্রার্থী এস এম জিলানীর বক্তব্য পাওয়া না গেলেও তার বরাত দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, ‘‘আমি এই ব্যাপারে এস এম জিলানীর সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন, প্রত্যেকের একটি গণতান্ত্রিক অধিকার রয়েছে। অনেকে তো দল ত্যাগ করে নির্বাচন করেন। তবে, যে কারণেই হোক, তিনি মনোনয়ন জমা দিয়েছেন। যদি শেষ সময় পর্যন্ত তিনি প্রত্যাহার না করেন, তবে দল থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হবে।’’

তিনি আরো বলেন, ‘‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলকারী রওশন আরা আমাদের জেলা মহিলা দলের সভানেত্রী। তিনি কেন মনোনয়ন জমা দিয়েছেন, তা আমার জানা নেই। প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি তিনি প্রত্যাহার না করেন, তাহলে পরবর্তীতে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’’

ঢাকা/বাদল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়