ঢাকা     মঙ্গলবার   ২১ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

সিলেটে ৩৫ করদাতাকে সম্মাননা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৫, ১৩ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিলেটে ৩৫ করদাতাকে সম্মাননা

সিলেট অঞ্চলে ৩৫ জন সেরা করদাতাকে সম্মাননা দিয়েছে কর অঞ্চল সিলেট।  করদাতাদের উৎসাহিত করতে চার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ  করদাতা নির্বাচিতদের এ সম্মাননা দেয়া হয়।

বুধবার নগরীর রিকাবীবাজারের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশ এখন আর তলাবিহীন ঝুড়ি নয়। আয়কর প্রদানের মাধ্যমে দেশ অনেক দূরে এগিয়ে গেছে।  কে কত টাকা কর দিল সেটা বড় নয়, বরং নিজেকে একজন করদাতা হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতে তিনি করদাতাদের প্রতি আহ্বানও জানান।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল সিলেটের কর কমিশনার রণজিত কুমার সাহা।  বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিদুল ইসলাম, এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট সিলেটের কমিশনার গোলাম মো. মুনির, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শোয়েব, আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল প্রমুখ।

‘সবাই মিলে দেবো কর, দেশ হবে স্বনির্ভর’ শীর্ষক স্লোগানে বৃহস্পতিবার থেকে সিলেটে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হবে। নগরীর রিকাবিবাজার মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এ মেলা ২০ নভেম্বর পর্যন্ত চলবে।

এছাড়া কর অঞ্চলের আওতাধীন অন্য তিন জেলা সদর এবং উপজেলা পর্যায়েও করমেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেটে মেলায় ২১টি স্টল থাকবে। প্রতিটি স্টল থেকে গ্রাহকদের ওয়ানস্টপ সার্ভিস দেওয়া হবে।


সিলেট/নোমান/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়