ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

হাটহাজারীতে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক,  চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ২১ মে ২০২৪  
হাটহাজারীতে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ফতেহপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২১ মে) দুপুরে ফতেপুর জোবরা পি পি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সংঘর্ষ হয়। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটহাজারী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদের ‘মোটরসাইকেল’ প্রতীকের প্রার্থী রাশেদুল আলম ও ‘ঘোড়া’ প্রতীকের প্রার্থী সোহরাব হোসেন নোমানের সমর্থকদের মধ্যে ভোটকেন্দ্রে প্রথমে কথা কাটাকাটি হয়। এরপর দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দ শোনা যায়। পরে পুলিশ, র‌্যাব এবং বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

ওসি মনিরুজ্জামান বলেন, সংঘর্ষের ঘটনা ঘটেছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এলাকায় র‌্যাব ও বিজিবি দায়িত্ব পালন করছে।

রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়