ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শিশুটির নাম রাখা হলো ‘আম্ফান’

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৫, ২৪ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শিশুটির নাম রাখা হলো ‘আম্ফান’

ভোলার মনপুরা উপজেলায় ঘূর্ণিঝড় আম্ফানের রাতে প্রসববেদনা শুরু হয় গৃহবধূ সামিয়া বেগমের। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অনেক চেষ্টায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গৃহবধূর অবস্থা গুরুতর হওয়ায় তাকে জেলা সদর হাসপাতালে নেওয়ার দরকার ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে সেটা সম্ভব হয়নি। পরে চিকিৎসক ও নার্সদের চেষ্টায় বৃহস্পতিবার (২১ মে)  ভোরে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। এটিই তার প্রথম সন্তান।

পরে চিকিৎসক ও নার্সরা খুশি হয়ে শিশুটির নাম দেন ‘আম্ফান’।  আর তা মেনে নেন শিশুর বাবা-মা। 

ওই প্রসূতি মা উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরযতিন গ্রামের বাসিন্দা ছালাউদ্দিনের স্ত্রী। মা ও সন্তান সুস্থ আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ জানান, ওই প্রসূতি মার অবস্থা গুরুতর ছিল। চিকিৎসক এবং নার্সদের চেষ্টায় তার সন্তান জন্ম হয়। এখন তারা সুস্থ আছে।

 

মালেক/বকুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়