ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৮, ১০ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৮ জুন জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন মাহমুদ হোসেন।  পরে তার অবস্থার অবনতি হলে তাকে আজ সকালে আইসিইউতে নেওয়া হয়।  সেখানে চিৎিসাধীন অবস্থায় বিকেল ৩টার দিকে তিনি মারা যান।  তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।  মাহমুদ হোসেন জেলা শহরের কাটিয়া মাঠপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে।

ডা. রফিকুল ইসলাম আরও বলেন, করোনার উপসর্গ নিয়ে মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে আজ দুপুরে ভর্তি হন আব্দুস সাত্তার। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।   আব্দুস সাত্তার সদর উপজেলার বাঁকাল শেখ পাড়া এলাকার মৃত গোলাম মোক্তাদির ছেলে ।

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে।  এর মধ্যে ৬ টি রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।


সাতক্ষীরা/শাহীন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়