ঢাকা     মঙ্গলবার   ০৭ মে ২০২৪ ||  বৈশাখ ২৪ ১৪৩১

নলকূপের পরিত্যক্ত পাইপে পড়ে আটকা যুবক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৫, ২৬ এপ্রিল ২০২৪   আপডেট: ১৫:১৯, ২৬ এপ্রিল ২০২৪
নলকূপের পরিত্যক্ত পাইপে পড়ে আটকা যুবক

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে রনি বর্মণ (২৩) নামে এক যুবক নলকূপের পরিত্যক্ত পাইপে পড়ে আটকা পড়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের পূর্ব নিজামপুর হিন্দুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার স্থানীয় সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া যুবককে উদ্ধারে কাজ করছেন। রনি বর্মণ ওই গ্রামের চৈতন্য বর্মণের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো খেলতে এসে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের পাইপে পড়ে আটকা পড়েন রনি। স্থানীয়রা তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেয়।

স্থানীয় বাসিন্দা আতাউর রহমান বলেন, রনি বর্মণ মানসিক প্রতিবন্ধী। খেলতে এসে বিএমডিএর পরিত্যক্ত নলকূপের পাইপে পড়ে যায়। পাইপটি প্রায় ১১০ ফিট গভীর।

নাচোল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনতাজুল হক বলেন, গভীর নলকূপের পাইপে পড়ে এক যুবক আটকা পড়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার কাজ করছেন।

মেহেদী/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ