ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাগমারায় প্রবাসী স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ৩ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
বাগমারায় প্রবাসী স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ

রাজশাহীর বাগমারা উপজেলায় স্ত্রীর বিরুদ্ধে প্রবাসী স্বামীকে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রবাসী স্বামীর পাঠানো টাকা আত্মসাতের জন্য স্ত্রী এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ। এর আগে রোববার (২ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম শাহাদত হোসেন (৪৮)। তিনি বাগমারার পশ্চিমপাড়া গ্রামের মৃত ওয়াহেদ বকশের ছেলে। তিনি ইরাকে থাকতেন। তার স্ত্রীর নাম আঙ্গুরি বেগম (৩৬)। এ ব্যাপারে পুলিশ আঙ্গুরি বেগমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে।

নিহতের ছোটভাই পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম জানান, তার ভাই শাহাদত হোসেন দীর্ঘদিন ধরে ইরাকে ছিলেন। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরে তিনি হোম কোয়ারেন্টাইনে ছিলেন। এ সময় বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে স্ত্রী আঙ্গুরি বেগমের সঙ্গে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে স্ত্রী তার বাবার বাড়িতে চলে যান। ঈদুল আজহার দুদিন আগে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়।

জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, ‘রোববার দিনগত রাতে আমার ভাইকে খাদ্যের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান ভাবী আঙ্গুরি বেগম। গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন ভাই শাহাদত। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।’

বাগমারা থানার ওসি আতাউর রহমান বলেন, ‘‘নিহতের স্বজনরা হত্যার অভিযোগ করছেন। তবে প্রাথমিকভাবে মনে হয়েছে শাহাদত হোসেন গ্যাস্ট্রিকেই মারা গেছেন। মারা যাওয়ার আগেই তিনি পেনটনিক্স ট্যাবলেট ও কারমিনা সিরাপ খেয়েছেন। তার স্ত্রীই এমনটাই দাবি করছেন। তাই আপতত অপমৃত্যুর মামলা করে করে মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।

‘ময়নাদন্তের রিপোর্টে অন্য কিছু এলে পরে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তানজিমুল হক/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়