ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আবারও বাড়তে পারে যমুনার পানি 

মানিকগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৯, ৪ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
আবারও বাড়তে পারে যমুনার পানি 

মানিকগঞ্জে গত কয়েক দিনে  বিভিন্ন নদ নদীর পানি কমতে শুরু করলেও আজ স্থিতিশীল রয়েছে। 

সোমবার (৩ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি ৪ সেন্টমিটার বাড়ে। রাতে এ পয়েন্টে আবার পানি কমে যায়। এখন এ পয়েন্টে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে উজানের ঢলে যমুনার পানি আবারও বাড়তে পারে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শিবালয় উপজেলার আরিচা পয়েন্টের গেজ রিডার মো. ফারুক আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সদর উপজেলার ধলেশ্বরী নদীর জাগীর পয়েন্টের গেজ রিডার মো. বদর উদ্দিন জানান, গত কয়েকে দিনে এ পয়েন্টে ৬ থেকে ৮ সেন্টিমিটার পর্যন্ত পানি কমেছে। হঠাৎ করে গতকাল মাত্র ২ সেন্টিমিটার পানি কমেছে। এ পয়েন্টে আবারও পানি বাড়ার আশঙ্কা রয়েছে। এখনও ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ঘিওর উপজেলার কালীগঙ্গা নদীর তরা পয়েন্টের গেজ রিডার মো. রফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় মাত্র ৪ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ৭৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সাটুরিয়া উপজেলার ধলেশ্বরী নদীর তিল্লী পয়েন্টের গেজ রিডার দেলোয়ার হোসেন জানান, এ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় ৪ সেন্টিমিটার পানি কমলেও বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত ও উজানের ঢলে এ পয়েন্টে পানি আবারও বাড়তে পারে। 
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাইন উদ্দিন জানান, নদ নদীগুলোতে আগামী দুই দিন পানি বাড়াতে পারে। তবে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।

জাহিদুল হক/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়