ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্বাস্থ্যবিধি না মেনে জরিমানা গুনলেন ১২০ জন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:০৮, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
স্বাস্থ্যবিধি না মেনে জরিমানা গুনলেন ১২০ জন

রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদ সংলগ্ন রসুলপুর গ্রামে ঘুরতে এসে স্বাস্থ্যবিধি না মানায় ১২০ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (৫ আগস্ট)  বিকেলে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নবীনগর উপজেলার সহকারী কমিশনার ইকবাল হাসান তাদের জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদ উপলক্ষে রসুলপুর গ্রামে অনেকে ঘুরতে আসেন। করোনার সংক্রমণ রোধে সেখানে আসা দর্শনার্থীদের অনেককে মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। বিকেলে সেখানে অভিযান চালিয়ে ১২০ জনকে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান জানান, মানুষ নৌকায় করে এখানে ঘুরতে আসে। যারা মাস্ক ব্যবহার করছেন না, সামাজিক দূরত্ব বজায় রাখছেন না, তাদের সচেতন করতে জরিমানা করা হয়। যেসব নৌকায় দর্শনার্থীদের সংখ্যা বেশি ছিলো, তাদের তীরে ভিড়তে দেওয়া হয়নি। 

বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আট মামলায় ১২০ জনকে ৩৬ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

রুবেল/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়