ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসক দম্পতিকে সাজা

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৬, ৯ সেপ্টেম্বর ২০২০  
সিরাজগঞ্জে ভুয়া চিকিৎসক দম্পতিকে সাজা

সিরাজগঞ্জ পৌর নিউ মার্কেটের ২য় তলায় পাইলস কেয়ারে অভিযান চালিয়ে ভুয়া এক চিকিৎসককে দেড় বছরের কারাদণ্ড ও তার স্ত্রীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এতথ্য নিশ্চিত করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো. মাসুদুর রহমান।

সাজাপ্রাপ্তরা হলেন—  পৌর এলাকার উকিলপাড়া মহল্লার মো. মিল্টন তালুকদার (৪৫) ও তার স্ত্রী মোছা. পারভিন খাতুন (৪০)।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ‌্যায় পৌর নিউমার্কেট ও উকিলপাড়ায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। এসময় দীর্ঘদিন ধরে পাইলস, ভগন্দরসহ মলদ্বারের বিভিন্ন সমস্যার জন্য ভুয়া চিকিৎসা প্রদানের দায়ে মিল্টন তালুকদারকে দেড় বছর সাজা ও তার স্ত্রীকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, জনসাধারণের অধিকার ও স্বাস্থ্য রক্ষায় জেলা প্রশাসনের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে।

রাসেল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়