ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘যারা পেঁয়াজের দাম বাড়িয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে’

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩০, ২৩ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ২০:৩৪, ২৩ সেপ্টেম্বর ২০২০
‘যারা পেঁয়াজের দাম বাড়িয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে’

বাণিজ্য সচিব ডক্টর জাফর উদ্দিন বলেছেন, ‘যারা পেঁয়াজের দাম বাড়িয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। দেশে পেঁয়াজের বাজার উর্দ্ধমুখীর জন্য দেশপ্রেমহীন কিছু সিন্ডিকেট ব্যবসায়ীরাই দায়ি। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে এমন সংবাদের একদিনের ব্যবধানে দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি করার কোনো কারণ নেই। এখনো ভারতের পেঁয়াজ আমাদের দেশে আসেনি, তার পরেও পেঁয়াজের বাজার কিছুটা কমে এসেছে।’

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকালে মানিকগঞ্জ সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে নিত্য প্রয়োজনীয় পণ‌্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বাণিজ্য সচিব আরও বলেন, ‘সরকার পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় পণ‌্যের বাজার স্থিতিশিল রাখার জন্য সব ধরনের কাজ করে যাচ্ছে। দেশে পেঁয়াজ আমদানীমুখী না করে কীভাবে রপ্তানীমুখী করা যায় সে বিষয়ে সরকার তিন বছর মেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে।’ 

পেঁয়াজ চাষে সরকার কৃষকদের সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি।

মত বিনিময় সভায় জেলা প্রশাসক এসএম ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী প্রমুখ।

চন্দন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়