ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

হিলি (দিনাজপুর) সংবাদদাতা: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ২৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৪:০৭, ২৬ সেপ্টেম্বর ২০২০
হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ১৫ টাকা

তিন দিনের ব্যবধানে দিনাজপুরের হিলি বন্দরে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বেড়েছে। এখন পাইকারি বাজারে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। ভারত থেকে আমদানি বন্ধ থাকায় পেঁয়াজের দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে হিলির পেঁয়াজ বাজার ঘুরে জানা গেছে, তিন দিন আগেও প্রতি কেজি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা দরে কিনে ৬৫ টাকায় বিক্রি করেছেন খুচরা ব্যবসায়ীরা। এখন ভালো মানের পেঁয়াজ ৮০ টাকা, মধ্যম মানের পেঁয়াজ ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।

পেঁয়াজ কিনতে আসা মরিয়ম বেগম রাইজিংবিডিকে বলেন, ‘দুই সপ্তাহ আগে বাজার থেকে ৩৫ টাকা দরে পেঁয়াজ কিনেছিলাম। আজ পেঁয়াজ কিনতে এসে দেখি, পেঁয়াজের দাম ৮০ থেকে ৮৫ টাকা প্রতি কেজি।‘

লুৎফর রহমান নামের এক ক্রেতা বলেন, ‘পেঁয়াজের দাম শুনে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। আমাদের মতো সাধারণ মানুষের আর ভালোভাবে বেঁচে থাকা হবে না।’

খুচরা ব্যবসায়ীরা বলেন, ‘বেড়ে চলছে পেঁয়াজের দাম। সকালে এক দাম, বিকেলে আরেক দাম। ক্রেতাদের সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে।’

হিলি বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা বলেন, ‘আমদানিকারদের কাছে পেঁয়াজ নেই। গত ১৯ সেপ্টেম্বরে বন্দরে ১১ গাড়ি পেঁয়াজ এসেছিল। তারপর থেকে আমদানি বন্ধ। আমদানি স্বাভাবিক থাকলে পেঁয়াজের দাম নাগালের মধ‌্যে থাকত। বন্দরে পেঁয়াজ না থাকায় দাম বাড়ছে।’

হিলি/মোসলেম/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়