ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুমিল্লায় ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড 

কুমিল্লা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৭, ১১ অক্টোবর ২০২০  
কুমিল্লায় ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড 

বিল্লাল হোসেন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় মাদ্রাসার দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে বিল্লাল হোসেন (৩৫) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১১ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী এই দণ্ডাদেশ দেন।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ জানায়, প্রতিদিনের মতো রোববার সকালেও প্রাইভেট পড়তে যাচ্ছিল উপজেলার ছোটধুশিয়া গ্রামের দুই মাদ্রাসা ছাত্রী। তারা গন্তব্যে যেতে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে বসে। অটোরিকশাটি বাড়ানী এলাকার পৌঁছালে তাতে ওঠে ওই এলাকার প্রয়াত মকবুল হোসেনের ছেলে মো. বিল্লাল হোসেন (৩৫)। তিনি পেছনের সিটে বসে ছাত্রীদের উত্ত্যক্ত করার চেষ্টা করেন। ওই দুই ছাত্রী চালককে অটোরিকশা থামাতে বললেও তিনি কর্ণপাত না করে চালাতে থাকেন। অটোরিকশাটি খামার ছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে এক ছাত্রী সম্মান রক্ষায় অটোরিকশা থেকে লাফিয়ে রাস্তায় পড়ে যায়। তখন স্থানীয়দের সহযোগিতায় বিল্লাল হোসেনকে আটক করে থানায় খবর দেওয়া হয়। 

ব্রাহ্মণপাড়া থানার এসআই জীবন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিল্লালকে গ্রেপ্তার করেন। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর আদালতে হাজির করা হয় তাকে।
 

ইমরুল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়