ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাকায় বাস পোড়ানোর মামলায় ২ যুবদল নেতা আসামি 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১৪ নভেম্বর ২০২০   আপডেট: ১৫:৩৬, ১৪ নভেম্বর ২০২০
ঢাকায় বাস পোড়ানোর মামলায় ২ যুবদল নেতা আসামি 

ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের দিন ঢাকায় একাধিক বাস পোড়ানোর মামলায় চট্টগ্রামের দুই যুবদল নেতাকে আসামি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রাম নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান দুই যুবদল নেতার বিরুদ্ধে ঢাকায় মামলা দায়ের হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন— চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ।

চট্টগ্রাম নগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান জানান, ঘটনার দিন দুই নেতা চট্টগ্রামেই ছিলেন। ঘটনার আগে-পরে বা ঘটনার দিন তারা ঢাকায় যাননি। এর পরও ঢাকার মামলায় আসামি করা হয়েছে।

মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী জানান, অসুস্থতাজনিত কারণে তিনি চট্টগ্রামে নিজ বাসাতেই অবস্থান করছেন বেশ কয়েকদিন ধরে। তারপরও তাকে ঢাকার মামলায় আসামি করা হয়েছে।

একইভাবে, চট্টগ্রামের বাইরে না যাওয়ার কথা জানিয়েছেন সাধারণ সম্পাদক শাহেদও।

চট্টগ্রামের দুই যুবদল নেতাকে ঢাকায় আসামি করায় চট্টগ্রাম মহানগর বিএনপি ও যুবদলের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়