ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের উচ্ছেদ করে হোটেল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৫ নভেম্বর ২০২০   আপডেট: ১২:৩৬, ১৫ নভেম্বর ২০২০
ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের উচ্ছেদ করে হোটেল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

বান্দরবানের পর্যটন এলাকা চিম্বুকে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের উচ্ছেদ করে ফাইভ স্টার হোটেল নির্মাণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ নভেম্বর ) সকালে জেলা শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে বান্দরবান সরকারি কলেজের সচেতন শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বিভিন্ন ব্যানার আর ফেস্টুন হাতে নিয়ে বক্তারা চিম্বুক পাহাড়ে ফাইভ স্টার হোটেল নির্মাণের প্রতিবাদ জানান এবং এই হোটেল নির্মাণ হলে বহু ক্ষুদ্র-নৃগোষ্ঠী পরিবার তাদের ভিটে বাড়ি হারিয়ে ফেলবেন।

এসময় বক্তারা অবিলম্বে চিম্বুক পাহাড়ে ফাইভ স্টার হোটেল নির্মাণের সিদ্ধান্ত বাতিল করার জন্য সরকারের কাছে দাবি জানান আর তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে বান্দরবান সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্র উচিং মার্মা,অনার্স ২য় বর্ষের ছাত্র জয়বাবু তঞ্চ্যঙ্গা, অনার্স ২য় বর্ষের ছাত্রী অলকা তঞ্চ্যাঙ্গাসহ সরকারি কলেজের শিক্ষার্থীরা বক্তব্য দেন।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর এই হোটেল নির্মাণের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সিএইচটি কমিশন। নির্মিতব্য এই হোটেল সংলগ্ন ৩ গ্রামের অধিবাসীরা বাস্তুচ্যুত হবেন এবং আশপাশের আরও পাঁচ গ্রামের অধিবাসীরা বাস্তুচ্যুত হবার ঝুঁকিতে পড়বে বলে মনে করে কমিশন। 

বান্দরবান/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়