ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কাঁঠালবাড়ী ফেরিঘাট বাংলাবাজারে স্থানান্তর

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৮, ১৬ নভেম্বর ২০২০   আপডেট: ২২:২২, ১৬ নভেম্বর ২০২০
কাঁঠালবাড়ী ফেরিঘাট বাংলাবাজারে স্থানান্তর

শিমুলিয়া-কাঠাঁলবাড়ী নৌরুটের মাদারীপুরের কাঁঠালবাড়ী ফেরিঘাট ৫০০ মিটার দূরে বাংলাবাজারে স্থানান্তর করা হয়েছে। এখন এটি শিমুলিয়া-বাংলাবাজার নৌরুট নামে পরিচিত হবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের মেরিন ম্যানেজার আহমেদ আলী সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আজ থেকে নতুন এই নৌরুট চালু হয়েছে।

পদ্মা সেতুর জন্য নদীশাসন ও সেতুর রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঘাট স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি।

আহমেদ আলী বলেন, সারা দিন সীমিত আকারে নয়টি ফেরি নতুন এই নৌরুটে চলাচল করেছে। নতুন নৌরুটে আগের থেকে ১০-১৫ মিনিট বেশি সময় লাগবে। এই নৌরুটের দূরত্ব এখন সাড়ে ১৪ কিলোমিটার। তবে লঞ্চ ও স্পিডবোট ঘাট এখনও আগের স্থানেই আছে।

তিনি জানান, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে ফেরি ছেড়ে যাবে নতুন এই ঘাটের উদ্দেশে। লঞ্চঘাট, স্পিডবোট ঘাট স্থানান্তর শেষ হলে ঘাট শতভাগ পূর্ণতা পাবে। এতে আরও কয়েক দিন সময় লাগবে।

রতন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়