ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুড়িগ্রামে মাস্ক না পরায় ১৫ জনকে জরিমানা

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ২১ নভেম্বর ২০২০   আপডেট: ০৬:১৯, ২২ নভেম্বর ২০২০
কুড়িগ্রামে মাস্ক না পরায় ১৫ জনকে জরিমানা

করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ প্রতিরোধ মূলক সর্তকতায় জনসাধারণকে মাস্ক পরার ওপর বিশেষ নজরদারি শুরু করেছে কুড়িগ্রাম জেলা প্রশাসন। এ কার্যক্রমের অংশ হিসেবে মাস্ক না পরায় ১৫ জনকে জরিমানা করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় জেলা শহরের ফায়ার সার্ভিস মোড়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে পথচারীসহ বিভিন্ন যানবাহনে জনসাধারণের মুখে মাস্ক আছে কি না তা তদারকি ও জরিমানা করা হয়।

কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, এনডিসি হাসিবুল ইসলাম এ আদালত পরিচালনা করেন। 

এ সময় মাস্ক না পরার জন্য ১৫ জনকে জরিমানা আদায়সহ পথচারীদের মাস্ক পরিয়ে দেওয়া হয়। এছাড়া নাম্বার প্লেট বিহীন পুলিশের লোগো ব্যবহারকৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বাদশাহ্ সৈকত/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়