ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চাঁদপুরে লরির ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত 

চাঁদপুর সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৬, ১ ডিসেম্বর ২০২০  
চাঁদপুরে লরির ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় তেলবাহী লরির ধাক্কায় সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এতে এক যাত্রী আহত হয়েছেন। 

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে   ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মেঘনা অয়েলের তেলবাহী লরি রায়পুর থেকে ফরিদগঞ্জের দিকে আসছিলো। ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পৌঁছলে লরির চাকা ফেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং  বিপরীতদিক থেকে আসা অটোরিকশাকে ধাক্কা দেয়। পরে লরি ও অটোরিকশা উল্টে পাশের খালে পড়ে যায়। 

স্থানীয়রা আরও জানান, অটোরিকশার চালক জাহাঙ্গীর (৪০), যাত্রী রুমা বেগম (৩০) এবং মামুন (৩৫) মারাত্মক আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. সুব্রত সাহা জাহাঙ্গীর ও রুমাকে মৃত ঘোষণা করেন। আর অবস্থা গুরুতর হওয়ায় মামুনকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

আহত যাত্রী মামুন জানান, তার এবং নিহত রুমা বেগমের বাড়ি উপজেলার শোল্লা গ্রামে। আর নিহত জাহাঙ্গীরের বাড়ি লক্ষীপুরের রায়পুর উপজেলায়। 

ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেন জানান, অটোরিকশাটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

জয়/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়