ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা 

মৌলভীবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ৩০ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৪:৩৪, ৩০ ডিসেম্বর ২০২০
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ আনিসুর রহমান রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করে জানান, বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের গড় তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরে আবহাওয়া অধিদপ্তর জানায় এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে জানা গেছে, গতকাল ২৯ ডিসেম্বরও শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আনিসুর রহমান বলেন, ‘এখন থেকে ক্রমান্বয়ে তাপমাত্রা হ্রাস পাবে। শ্রীমঙ্গলে বর্তমানে মাঝারি থেকে মৃদু শৈত্যপ্রবাহ চলছে।’

এ বিষয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, ‘এই শীতে মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় একটি মানুষও শীতে কষ্ট পাবে না। শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মৌলভীবাজার জেলার জন্য বরাদ্দকৃত ৩৩ হাজার কম্বল রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সেগুলো বিভিন্ন ইউনিয়নে পাঠানো হয়েছে। যা ইতিমধ্যে বিতরণ শুরু করা হয়েছে।’

সাইফুল্লাহ হাসান/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ