ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সাবেক প্রতিমন্ত্রী টিটোর দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৭, ১১ জানুয়ারি ২০২১  
সাবেক প্রতিমন্ত্রী টিটোর দাফন সম্পন্ন

সাবেক প্রতিমন্ত্রী খালেদুর রহমান টিটোর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১১ জানুয়ারি) বিকেলে যশোরে তার মরদেহ দাফন করা হয়। এর বাদ জোহর যশোর ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

খালেদুর রহমান টিটো ফুসফুসে ইনফেকশনজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় রোববার (১০ জানুয়ারি) দুপুর ১টা ২০মিনিটে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান।

জানাজার আগে দুপুর সাড়ে ১২টার দিকে যশোর ঈদগাহ ময়দানে তার মরদেহ রাখা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। ২টা ১০মিনিট পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পরে ২টা ১২মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বর্ষীয়ান এই নেতাকে যশোর কারবালা কবরস্থানে দাফন করা হয়।

খালেদুর রহমান টিটো ১৯৪৫ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি যশোর পৌরসভার চেয়ারম্যান, জাতীয় পার্টির মহাসচিব, যশোর-৩ আসন থেকে নির্বাচিত দুইবারের সংসদ সদস্য। তিনি শ্রম ও জনশক্তি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
 

রিটন/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়