ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পদ্মা সেতুকে ঘিরে মুন্সীগঞ্জেও চালু হলো ভ্রমণতরী

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৯, ২২ জানুয়ারি ২০২১  
পদ্মা সেতুকে ঘিরে মুন্সীগঞ্জেও চালু হলো ভ্রমণতরী

মাদারীপুরের পর পদ্মা নদীতে নৌ ভ্রমণের মাধ্যমে পদ্মা সেতু পরিদর্শনের লক্ষ্যে মুন্সীগঞ্জেও চালু হলো ভ্রমণতরী ‘পদ্মা ক্রুজ’। ভ্রমণতরীটির উদ্যোক্তা ঢাকা ক্রুজ অ্যান্ড লজিস্টিক।

প্রতিদিন সকাল ও দুপুরে শিমুলিয়াঘাট থেকে ৮০ জন করে যাত্রী ভ্রমণতরীটি দিয়ে ভ্রমণ করতে পারবেন। ভ্রমণে জনপ্রতি খরচ হবে আড়াইহাজার থেকে সাড়ে ৩ হাজার টাকা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভ্রমণতরীর উদ্বোধন করেন।

এ সময় পর্যটন প্রতিমন্ত্রী বলেন, পদ্মা সেতুর দুই পাড়কে পর্যটন এলাকা হিসাবে গড়ে তোলা হবে।  এ ব্যাপারে অবশ্যই প্রকল্প নেওয়া হবে।  প্রাইভেট প্রতিষ্ঠানগুলো এখাতে বিনোয়োগ করবে।  ইতোমধ্যেই সে কাজ শুরু হয়েছে। সামগ্রিক ভাবে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পর্যটন খাত এগিয়ে যাবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ টুরিজম বোর্ডের উপ-পরিচালক হাজেরা খাতুন, লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ন কবির, ঢাকা ক্রুজ অ্যান্ড লজিস্টিক এর চেয়ারম্যান মহিউদ্দির হেলাল, ব্যবস্থাপনা পরিচালক বোরহানউদ্দিন।

উল্লেখ্য, এর আগে পদ্মা সেতু এলাকায় পর্যটনের জন্য মাদারীপুর জেলার শিবচরে বাংলাবাজার ঘাট থেকে জেলা প্রশাসনের উদ্যোগে ৪টি ভ্রমণতরীর উদ্বোধন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। তবে তা এতো ব্যয়বহুল নয়।

শেখ মোহাম্মদ রতন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়