ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

প্রশ্ন তুলতেই নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২২, ২৭ জানুয়ারি ২০২১  
প্রশ্ন তুলতেই নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি: তথ্যমন্ত্রী

নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার জন্যই বিএনপি অংশ নিয়েছে বলে মন্তব‌্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণের পর বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর পাড়ে তার বাসভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। 

তথ‌্যমন্ত্রী বলেন, তারা সব নির্বাচনেই এ ধরনের গদবাঁধা প্রশ্ন তোলেন।  চসিক নির্বাচনে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর কর্মীদের আক্রমণ করেছে বিএনপির কর্মীরা।

তথ্যমন্ত্রী বলেন, ‘নির্বাচন শেষ হওয়ার আগ মুহূর্তে আমির খসরু মাহমুদ সাহেব সংবাদ সম্মেলন করেছেন। ঢাকায় বসে রিজভী সাহেব সংবাদ সম্মেলন করেছেন। নির্বাচন নিয়ে নানা ধরনের প্রশ্ন তুলেছেন। আমরা আগে থেকেই জানতাম, এ সমস্ত প্রশ্ন তোলার জন্যই তারা নির্বাচনে অংশ নিয়েছে।’

নির্বাচনে ভোটার উপস্থিতি কম প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, করোনা মহামারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। করোনায় এখনো প্রতিদিন অনেক মানুষ মারা যাচ্ছে। অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। পাশাপাশি আজকে কোনো সরকারি ছুটি দেওয়া হয়নি। এই কারণে অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের চেয়ে কম হয়েছে।  

তথ্যমন্ত্রী বলেন, ১৯৯৪ সালের পর থেকে চট্টগ্রাম সিটি করপোরেশনের কোনো নির্বাচনে প্রকৃতপক্ষে বিএনপি জিততে পারেনি। ২০১০ সালে বিএনপির হয়ে যিনি জিতেছেন, সেই মনজুর আলম মূলত আওয়ামী লীগের মানুষ। বিএনপি আওয়ামী লীগের মানুষকে হায়ারে খেলতে নিয়ে গেছে। সে কারণেই সেদিন বিএনপি জিততে পেরেছিল। হায়ারে খেলাশেষে তিনি আবার আওয়ামী লীগে ফিরে এসেছেন।

 

চট্টগ্রাম/ রেজাউল/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ