ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হিলি সীমান্তে ৪০ হাজার গুলি উদ্ধার 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৮, ৬ ফেব্রুয়ারি ২০২১  
হিলি সীমান্তে ৪০ হাজার গুলি উদ্ধার 

দিনাজপুরের হিলি সীমান্তের ডাঙ্গাপাড়ায় এয়ার রাইফেলসের ২টি স্ট্যান্ডসহ ৪০ হাজার গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে হিলি-বিরামপুর সড়কের ডাঙ্গাপাড়া বিজিবি চেকপোস্টে অটোবাইক থেকে এসব স্ট‌্যান্ড ও গুলি উদ্ধার করে ডাঙ্গাপাড়া বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা। 

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফেরদৌস হাসান টিটো বলেন, ‘আজ শনিবার দুপুরে হিলি থেকে ছেড়ে আসা বিরামপুরগামী একটি অটোবাইকে ডাঙ্গাপাড়া চেকপোস্টে দাঁড়ানোর জন্য সংকেত দেয় বিজিবি সদস্যরা। অটোবাইকে কোনো যাত্রী ছিল না। বাইকটি তল্লাশি করতে গেলে চালক পালিয়ে যায়। অটোবাইকটির বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের সিটের নিচে রাখা একটি ব্যাগ পওয়া যায়। তাতে দুটি স্ট্যান্ডসহ ৮০টি বক্সে ৪০ হাজার এয়ার রাইফেলসের গুলি পাওয়া যায়।’ 

উদ্ধারকৃত অটোবাইক, স্ট্যাড ও গুলির মূল্য প্রায় ৮১ লাখ ৬০ হাজার টাকা।

মোসলেম উদ্দিন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়