ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কটিয়াদী থানার ওসি প্রত্যাহার

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ৭ ফেব্রুয়ারি ২০২১  
কটিয়াদী থানার ওসি প্রত্যাহার

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্বাস্থ্য সচিবের বাড়িতে ও নির্মাণাধীন ক্লিনিকে হামলার ঘটনায় কটিয়াদী থানার ওসি এমএ জলিলকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

রোববার সকালে ওসি এমএ জলিলকে ঢাকা রেঞ্জে প্রত্যাহার করা হয়।

এদিকে শনিবার (৬ ফেব্রুয়ারি) হামলা ও ভাঙচুরের ঘটনায় কটিয়াদী থানায় পৃথক দুটি মামলা হয়েছে। রাতেই কটিয়াদী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও উপজেলা প্রকৌশলী বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

উল্লেখ্য, স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নান জানিয়েছিলেন, ‘বাড়ির পাশে তার স্ত্রীর নামে কমিউনিটি ক্লিনিক তৈরি করছেন। সেখানে ছোট্ট রাস্তাও করা হচ্ছে। এটি নির্মাণে একটি মহল বাধা দিচ্ছে। তারা তার সামনে এসে বলেছে, এখানে কাজ করা যাবে না। এমপি সাহেবের নির্দেশ ছাড়া কোনো কাজ হবে না।’

রুমন চক্রবর্তী/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়