ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিংগাইর পৌরসভা নির্বাচন: ভোটগ্রহণ চলছে

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০২১  
সিংগাইর পৌরসভা নির্বাচন: ভোটগ্রহণ চলছে

মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। ৯টি ওয়ার্ডের ১১টি কেন্দ্রে ৬৭টি ভোট কক্ষে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা নির্বাচন অফিস জানায়, সিংগাইর পৌরসভায় মোট ভোটার রয়েছেন ২২ হাজার ছয়শো ৮৫ জন। তারমধ্যে ১১ হাজার একশো ২০ জন পুরুষ ও ১১ হাজার পাঁচশো ৬৫ জন নারী ভোটার রয়েছেন।

১ নম্বর ওয়ার্ডের নয়াডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নয়াডাঙ্গী এলাকার ১ হাজার তিনশো ৪৯ জন, ২ নম্বর ওয়ার্ডে আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আজিমপুর ২ নম্বর ওয়ার্ড অংশের ১ হাজার নয়শো ৫৬ জন, ৩ নম্বর ওয়ার্ডে সিংগাইর সরকারি কলেজ কেন্দ্রে আজিমপুর ৩ নম্বর ওয়ার্ড অংশের ২ হাজার ছয়শো ৬৬ জন, ৪ নম্বর ওয়ার্ডে কাংশা ছবির উদ্দিন মাদ্রাসা কেন্দ্রে চর আজিমপুর পৌর অংশে আটশো ৩৭ জন ও কাংশা পৌর অংশে পাঁচশো ১৭ জন, ৫ নম্বর ওয়ার্ডের গোলড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোলড়া এলাকার ২ হাজার চারশো ৭১ জন, ৬ নম্বর ওয়ার্ডের সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ( পশ্চিম পাশের ভবন) কেন্দ্রে আংগারিয়া এলাকার ১ হাজার  ৪৭ জন ও সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ( উত্তর পাশের ভবন)  কেন্দ্রে আংগারিয়া এলাকার ১ হাজার নয়শো ৫২ জন, ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোবিন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গোবিন্দল ( পৌর অংশ)  এলাকার ২ হাজার আটশো ১৯ জন, ৮ নম্বর ওয়ার্ডের সিংগাইর ঘোনাপাড়া সরকারি প্রাথিমক বিদ্যালয় কেন্দ্রে ঘোনাপাড়া এলাকার ১ হাজার তিনশো ৬৬ জন, ৮ নম্বর ওয়ার্ডের গোবিন্দল ঘোনাপাড়া মডেল হাই স্কুল কেন্দ্রে বকচর এলাকার ছয়শো ১৩ জন ও সিংগাইর এলাকার ১ হাজার তিনশো ৯৫ জন, ৯ নম্বর ওয়ার্ডের বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাশিমনগর এলাকার ১ হাজার তিনশো ৯০ জন ও বিনোদপুর এলাকার ১ হাজার পাঁচশো ছয় জন ভোটার রয়েছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ১১টি কেন্দ্রে ১১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিজিবির সাথে ৪ নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট,  ১১ জন প্রিজাইডিং অফিসার, ৬৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ১৩৪ জন পোলিং এজেন্ট দায়িত্ব পালন করবেন।

চন্দন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়