ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চলতি অর্থ বছরে হিলি কাস্টমসে রাজস্ব আদায় ২২০ কোটি টাকা 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ৫ মার্চ ২০২১   আপডেট: ১৪:১৩, ৫ মার্চ ২০২১
চলতি অর্থ বছরে হিলি কাস্টমসে রাজস্ব আদায় ২২০ কোটি টাকা 

চলতি অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বেঁধে দেওয়া বার্ষিক লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরে।

এবন্দরে চলতি (২০২০-২১) অর্থ বছরে সরকার রাজস্ব পেয়েছেন ২২০ কোটি ২৮ লাখ ৬৯ হাজার টাকা। যার লক্ষ্যমাত্রা ছিলো ১৯১ কোটি ৭৯ লাখ টাকা। প্রায় ২৯ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে এই বন্দরে।

বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যায় বিষয়টি জানিয়েছেন হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম।

হিলি কাস্টমস সূত্রে জানা যায়, গত অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আদায় হয়েছিল ১৩৫ কোটি ৬৮ লাখ ৫৩ হাজার টাকা। বর্তমান চলতি অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ২২০ কোটি ২৮ লাখ ৬৯ হাজার টাকা। চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রার তুলনায় রাজস্ব আদায় হয়েছে ১১৪%। আবার গত অর্থ বছরের রাজস্ব আদায়ের তুলনায় রাজস্ব বেশি আদায় হয়েছে ১৬২%। গত ফেব্রুয়ারি এক মাসে রাজস্ব আদায় হয়েছে ৪৭ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৩০৫ টাকা।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী রবিউল ইসলাম সুইট, বাবুল হোসেন ও সাইফুল ইসলাম রাইজিংবিডিকে বলেন, ‘আগের চেয়ে এই বন্দরে আমরা অনেক সুবিধা ভোগ করছি। বন্দরে আমরা কোনো প্রকার হয়রানির শিকার হচ্ছি না। ভারত থেকে পণ্য আমদানির সঙ্গে সঙ্গে আমরা আনলোড করে সহজেই বন্দর থেকে বেড় হতে পারছি।’

তারা আরও বলেন, ‘বর্তমান হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম আছেন। তিনি সব সময় আমাদের সুবিধা অসুবিধার দেখভাল করছেন। প্রতিনিয়ত তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। বাহির থেকে বিভিন্ন ব্যবসায়ীরাএখানে ব্যবসা করতে আসছেন।’

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, বর্তমান এবন্দরে পণ্য আমদানি হচ্ছে তা সবগুলোই শুল্কযুক্ত। আর শুল্কযুক্ত হওয়ার কারণে গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছরে রাজস্ব বৃদ্ধি পেয়েছে। 

হিলি পৌর মেয়র ও আমদানি কারক জামিল হোসেন চলন্ত জানান, হিলি স্থলবন্দর এখন ব্যবসয়ীবান্ধব হওয়ায় আমরা এবন্দর দিয়ে পণ্য বেশি আমদানি করছি। এছাড়া যদি হিলির রাস্তা ঘাট দ্রুত সংস্কার হয় তাহলে আরও আমদানি-রপ্তানি বৃদ্ধি পাবে বলে মনে করছি।

হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম রাইজিংবিডিকে জানান, সরকার বেঁধে দেওয়া রাজস্ব আদায়ের চেয়ে বেশি রাজস্ব আদায় হচ্ছে এবন্দরে। ২০২০-২১ অর্থ বছরে রাজস্ব  ২২০ কোটি ২৮ লাখ ৬৯ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। আমদানি-রপ্তানি কারকদের সঙ্গে সব সময় যোগাযোগ রাখা হয়। তাদের যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করা হয়।

মোসলেম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়