ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

উপহারের ঘর নির্মাণে বাধা: সংবাদ প্রকাশের পর ফের শুরু

নীলফামারী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১৮ মার্চ ২০২১  
উপহারের ঘর নির্মাণে বাধা: সংবাদ প্রকাশের পর ফের শুরু

সংবাদ প্রকাশের পর নীলফামারীতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ আবার শুরু হয়েছে। সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের নজরে এলে তিনি উপহারের ঘর নির্মাণের কাজ শুরু করার ব্যবস্থা করেন।

এর আগে গত সোমবার (১৫ মার্চ) জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিতে ‘উপহারের ঘর নির্মাণে বাঁধা: বৃদ্ধাকে নিয়ে খোলা আকাশের নিচে পরিবার’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

ভুক্তভোগী রুহুল আমীন বলেন, ‘আমি মির্জাগঞ্জ এলাকায় দিনমজুরীসহ স্থানীয় একটি মসজিদে মোয়াজ্জেমের দায়িত্ব পালন করছি। ওই এলাকার নজরুল ইসলাম ও আব্দুল খালেক আমাকে দুই শতক জমি দান করেন। সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটি পাকা ঘর বরাদ্দ দেন। কিন্তু জমিদানকারীদের অপর দুই ভাই মো. আব্বাস আলী (৫৬) ও রফিকুল ইসলাম (৪৯) ঘর নির্মাণ কাজে বাঁধা দেয়। রাইজিংবিডি ডটকমে সংবাদ প্রচারের পর ইউএনও স্যারের হস্তক্ষেপে আবারও কাজ শুরু হয়।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের মানুষকে নিরাপদ বাসস্থানের জন্য ঘর উপহার দিচ্ছেন। উপহারের ঘর নির্মাণ কাজে বাঁধা দেওয়া নিউজটি আমার নজরে আসে। আমি সব পক্ষের সঙ্গে কথা বলে আবারও ঘর নির্মাণ কাজ শুরুর ব্যবস্থা করে দেই।’

সিথুন/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়