ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লকডাউন: পাবনায় মোড়ে মোড়ে চেকপোস্ট-তল্লাশি

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫১, ১৪ এপ্রিল ২০২১  
লকডাউন: পাবনায় মোড়ে মোড়ে চেকপোস্ট-তল্লাশি

মহামারি করোনা প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের প্রথমদিন সকাল থেকে পাবনায় শান্তিপূর্ণভাবেই লকডাউন চলছে।

বুধবার (১৪ এপ্রিল) দিনব্যাপী রাস্তাঘাটে তেমন কোনো যানবাহন চলাচল করতে দেখা যায়নি। শহরের দোকানপাট, শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ রয়েছে। শুধুমাত্র সবজি, ওষুধ ও খাবারের দোকান খোলা রয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না।

জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ভ্রাম্যমান টিম লকডাউনের পরিস্থিতি মনিটরিং করছে। রাস্তার মোড়ে মোড়ে চেক পোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে বাঁশের বেরিকেড দেওয়া হয়েছে। সেসব স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

তবে জেলা সদরের বাইরে উপজেলা সদরের রাস্তাঘাটে ব্যাটারি চালিত অটোভ্যান ও অটোরিকশা চলতে দেখা গেছে।

পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান বলেন, ‘সরকারের নির্দেশনা সবাইকে কঠোরভাবে মানতে হবে। যারা অপ্রয়োজনে ঘর থেকে বাইরে বের হবে, যাচাই বছাই সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে।’

পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ জানান, নীরব ঘাতক করোনা। নিজেদের সতর্ক থাকা ছাড়া এ থেকে পরিত্রাণের উপায় নেই। তাই সবাইকে ঘরে থাকতে হবে। লকডাউন মানতে হবে। নির্দেশনা না মানলে জেল-জরিমানা করা হবে। জেলা সদরসহ সব উপজেলায় লকডাউন মনিটরিংয়ে মাঠে কাজ করছে প্রশাসন।

শাহীন রহমান/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়