ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

খুলনা বিভাগে আরও ২৭ জনের মৃত্যু, শনাক্ত ৯৯৮

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৮, ২২ জুন ২০২১   আপডেট: ১৫:১৫, ২২ জুন ২০২১
খুলনা বিভাগে আরও ২৭ জনের মৃত্যু, শনাক্ত ৯৯৮

খুলনা বিভাগে ফের বেড়েছে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। করোনায় আক্রান্ত হয়ে এ বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জনের মৃত্যু হয়েছে। এতে বিভাগে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ালো ৮৬৪ জনে। একই সময়ে বিভাগে ৯৯৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২২ জুন) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় ৫ জন, যশোরে ৪ জন, বাগেরহাটে ৪ জন এবং নড়াইলে ৩ জন ও মেহেরপুরে ২ জন মারা গেছেন।

এর আগে সোমবার (২১ জুন) মারা গেছেন ১২ জন এবং শনাক্ত হয়েছেন ৯৪৫ জন।  রোববার (২০ জুন) মারা গেছেন ২৮ জন এবং শনাক্ত হয়েছেন ৭৬৩ জন। শনিবার (১৯ জুন) মারা গেছেন ২২ জন এবং শনাক্ত হয়েছেন ৬২৫ জন।  

খুলনা বিভাগে চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। করোনা সংক্রমণের শুরু থেকে মঙ্গলবার (২২ জুন) পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৪৬ হাজার ৯৭৫ জন।  

খুলনা/নুরুজ্জমান/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়