ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে

গাজীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০১:১৩, ২৩ জুন ২০২১  
গাজীপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে

গাজীপুরে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে ৫৬ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১২ হাজার ৩৬জন ও মৃতের সংখ্যা ২২৭ জন।

মঙ্গলবার (২২ জুন) বিকালে গাজীপুর সিভিল সার্জন ডাঃ মো. খাইরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলার ৩১৩ জনের দেহে নমুনা পরীক্ষায় ৫৬ জনের করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় ৩০ জন, কালিয়াকৈর উপজেলায় ৬ জন, কাপাসিয়া উপজেলায় ৬ জন ও শ্রীপুর উপজেলায় ১৪ জন। তবে কালীগঞ্জ উপজেলায় নতুন করে আক্রান্তের কোন খবর পাওয়া যায়নি।

তিনি আরও জানান, এ পর্যন্ত গাজীপুর জেলায় ৮৭ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষায় ১২ হাজার ৩৬ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এর মধ্যে গাজীপুর সদরে ৭ হাজার ৮৮৩ জন, কালীগঞ্জে ৮৬৩ জন, কালিয়াকৈরে ১ হাজার ২২২, কাপাসিয়ায় ৭৬০ ও শ্রীপুরে ১ হাজার ৩০৮ জন আক্রান্ত হয়েছেন।

ডাঃ মো: খাইরুজ্জামান জানান, তবে এ পর্যন্ত জেলায় ২২৭ জন মৃত্যুবরণ করলেও সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৯৬ জন।

রফিক সরকার/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়