ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চুয়াডাঙ্গায় ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৯

চুয়াডাঙ্গা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৭, ২৯ জুন ২০২১  
চুয়াডাঙ্গায় ১৫ জনের মৃত্যু, শনাক্ত ৯৯

চুয়াডাঙ্গা জেলা সদরসহ বিভিন্ন হাসপাতাল এবং হোম আইসোলেশনে থাকাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় (২৮ জুন সকাল – ২৯ জুন সকাল) ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত ৪ জন এবং করোনা উপসর্গে আক্রান্ত ১১ জন রয়েছেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এ এস এম ফাতেহ্ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১০২ জনে।  

মেডিকেল অফিসার ডা. এ এস এম ফাতেহ্ বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৩০৭ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৯৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় সংক্রমণের হার ৩২.২৪ শতাংশ। জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ হাজার ২৬৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১৭৩ জন।

ডা. এ এস এম ফাতেহ্ জানান, বর্তমানে জেলায় ৯৯২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সদর হাসপাতালে ৬০ জনসহ বিভিন্ন হাসপাতালে মোট ১৩৬ জন এবং ৮৫৬ জন রয়েছেন হোম আইসোলেশনে।

মামুন/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ