ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

চাঁদপুরে বিষাক্ত জেলিযুক্ত ৩৫ মণ চিংড়ি জব্দ

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ১২ জুলাই ২০২১  
চাঁদপুরে বিষাক্ত জেলিযুক্ত ৩৫ মণ চিংড়ি জব্দ

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে বিষাক্ত জেলিযুক্ত ৩৫ মণ চিংড়ি জব্দ করা হয়েছে। পরে এসব মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

সোমবার (১২ জুলাই) চাঁদপুরের হরিনা ফেরি ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব চিংড়ি জব্দ করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা লেফটেন‌্যান্ট কমান্ডার আমিরুল হক রাইজিংবিডিকে এসব তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চিংড়িগুলো বাজারজাত করার জন‌্য হরিনা ফেরি ঘাট সংলগ্ন এলাকা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন‌্যান্ট এম সাদিক হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। চিংড়ির মালিকরা মেঘনা নদীর পাড়ে চিংড়ি রেখে পালিয়ে যায়। তাই, কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন‌্যান্ট এম সাদিক হোসেন রাইজিংবিডিকে জানান, কোস্ট গার্ডের অভিযানকালে চাঁদপুরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আশিকুর রহমান উপস্থিত ছিলেন। জব্দকৃত চিংড়িগুলো চাঁদপুর সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্যের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়।

কোস্ট গার্ডের এখতিয়ারভুক্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ, বনদস্যুতা ও ডাকাতি দমন এবং মৎস্য সম্পদ সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এম সাদিক হোসেন।

জয়/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়