ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারায়ণগঞ্জে দেয়াল ধসে ২ শ্রমিক নিহত

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ১৩ জুলাই ২০২১  
নারায়ণগঞ্জে দেয়াল ধসে ২ শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার উত্তর লক্ষ্মণখোলায় ড্রেন সংস্কারের সময় দেয়াল ধসে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক শ্রমিক।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১টায় দেয়ালচাপা পড়েন তিন শ্রমিক। প্রথমে তাদের বন্দর উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন‌্য তাদের ঢাকা মেডিক‌্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই শ্রমিকের মৃত‌্যু হয়।

আরো পড়ুন:

জাহেদা নামের আরেক শ্রমিক জানিয়েছেন, আজ সকাল থেকে তারা ১০ জন ড্রেন সংস্কারের কাজ করছিলেন। দুপুর ১টার দিকে ড্রেনের পাশের উত্তর লক্ষ্মণখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ধসে পড়ে। এতে হৃদয় (৩০), মিম (৩৬) ও দুলালী (৩৫) আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

রূপগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম জানিয়েছেন, দেয়াল ধসে আহত তিন শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে। 

বন্দর থানার পরিদর্শক দীপক চন্দ্র সাহা জানিয়েছেন, উত্তর লক্ষ্মণখোলা এলাকায় ড্রেন সংস্কারে কাজ করার সময় এক পুরুষ ও দুই নারী শ্রমিক আহত হন। তাদের মধ‌্যে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ তদন্ত করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলা বা ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে মামলা নেওয়া হবে।

রাকিব/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়