ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অবশেষে বাজারে এল Honda NX200

মটো কর্নার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ২০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:০৪, ২০ ডিসেম্বর ২০২৫
অবশেষে বাজারে এল Honda NX200

অবশেষ দেশের বাজারে চলে আসলো বহুল প্রতিক্ষীত Honda NX200 বাইকটি। শনিবার এটি লঞ্চ করা হয়েছে।

অ্যাডভেঞ্চার ধাঁচের এই বাইকটির ইঞ্জিন প্রায় পুরোপুরি হোন্ডা হরনেট 2.0 এর মতো। হরনেটের মতোই এতে রয়েছে ১৮৪ দশমিক ৪ সিসির ইঞ্জিন। এটি ৮৫০০ আরপিএমে ১৬ দশমিক ৬ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করতে পারে। ৬০০০ আরপিএমে হরনেট 2.0 ১৫ দশমিক ৫ নিউটন মিটার টর্ক উৎপন্ন করলেও এনএক্স ২০০ পারে ১৫ দশমিক ১ নিউটন মিটার টর্ক। ইঞ্জিন কমপ্রেশন রেটিও হরনেটের মতোই ৯:৫:১। 

বাইকটির ওজন, উচ্চতা, কিংবা গ্রাউন্ড ক্লিয়ারেন্স হরনেটের চেয়ে একটু বেশি। এনএক্স ২০০ এর দৈর্ঘ্য ২০৩৫ মিলিমিটার,  চওড়া ৮৪৩ মিলিমিটার, উচ্চতাা ১২৪৮ মিলিমিটার, হুইল বেইজ ১৩৫৫ মিলিমিটার, সিটের উচ্চতা ৮১০ মিলিমিটার, ওজন ১৪৭ কেজি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৭ মিলিমিটার। এর ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১২ লিটার। 

বাইকটিতে থাকছে ফুল ডিজিটাল-টিএফটি মিটার কনসোল, থাকছে ট্র্যাকশন কন্ট্রোল, ইউএসবি চার্জিং পোর্ট, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট। বাইকটিতে এলইডি লাইটিং সিস্টেম থাকছে।

রেডিয়্যান্ট রেড মেটালিক ও পার্ল ইগজিয়াস ব্ল্যাক-এই দুটি রঙে বাইকটি পাওয়া যাবে। এর দাম ধরা হয়েছে ৩ লাখ ১৫ হাজার।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়