ময়মনসিংহের ঘটনায় গ্রেপ্তার আরো ৩
ময়মনসিংহের ভালুকায় যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় আরো ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে এ ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে আরো জানানো হয়, ঘটনার পর পরই পুলিশ অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে অভিযান শুরু করে। তারই অংশ হিসেবে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইতোমধ্যে তাদের থানার মাধ্যমে আদালতে হাজির করা হয়েছে।
ঢাকা/এমআর/এসবি