ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেভিল হান্ট ফেজ-২: সারা দেশে গ্রেপ্তার ৭৮৩

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ২০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:৫৮, ২০ ডিসেম্বর ২০২৫
ডেভিল হান্ট ফেজ-২: সারা দেশে গ্রেপ্তার ৭৮৩

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এ গত ২৪ ঘণ্টায় ৭৮৩ জন গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ১৯টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

পুলিশ জানায়, এছাড়া একই সময়ে পুলিশি কার্যক্রমের অংশ হিসেবে ২০ হাজার ৩৩৩টি মোটরসাইকেল ও ১৭৯২৩টি গাড়ি তল্লাশি করা হয়। তল্লাশিকালে ৩৫৬টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।

সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার সারা দেশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়। এরই ধারাবাহিকতায় ১৩ ডিসেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশে এই অভিযানের দ্বিতীয় ধাপ শুরু হয়। অভিযানের মূল উদ্দেশ্য সন্ত্রাসী ও ‘ফ্যাসিস্ট’ দমন, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা।

অভিযানে এ পর্যন্ত বিদেশি পিস্তল, শটগান, পাইপগান, দেশীয় অস্ত্র, ককটেল এবং বিপুল পরিমাণ বারুদ ও গ্যাস শেল উদ্ধার করা হয়েছে।ঢাকার ১১টি প্রবেশপথে চেকপোস্ট বসানো হয়েছে।

ঢাকা/এমআর/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়