ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ২০ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:৫৯, ২০ ডিসেম্বর ২০২৫
সিরিয়ায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

মার্কিন সেনারা সিরিয়ায় ইসলামিক স্টেটের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে বড় আকারের হামলা শুরু করেছে। আমেরিকান কর্মীদের উপর হামলার প্রতিশোধ হিসেবে শুক্রবার এই হামলা চালানো হয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।

মার্কিন নেতৃত্বাধীন জোট সাম্প্রতিক মাসগুলোতে সিরিয়ায় ইসলামিক স্টেটের সন্দেহভাজনদের লক্ষ্য করে বিমান হামলা এবং স্থল অভিযান চালিয়ে আসছে। যৌথ এই হামলায় প্রায়শই সিরিয়ার নিরাপত্তা বাহিনীও জড়িত।

গত সপ্তাহান্তে সিরিয়ায় সন্দেহভাজন আইএসআইএস হামলায় মার্কিন কর্মী নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, এই হামলায় ‘আইএসআইএস যোদ্ধা, অবকাঠামো এবং অস্ত্র স্থাপনা’ লক্ষ্য করা হয়েছে এবং এই অভিযানটি ছিল ‘অপারেশন হকিয়ে স্ট্রাইক।’

হেগসেথ বলেছেন, “এটি কোনো যুদ্ধের সূচনা নয় - এটি প্রতিশোধের ঘোষণা। আজ, আমরা আমাদের শত্রুদের শিকার করেছি এবং হত্যা করেছি; তাদের অনেককে। এবং আমরা চালিয়ে যাব।”

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, সিরিয়ার সরকার এই হামলাগুলোকে সম্পূর্ণ সমর্থন করে এবং মার্কিন যুক্তরাষ্ট্র  ‘গুরুতর প্রতিশোধ’ নিচ্ছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়